আমি সৎ মানুষ কিভাবে হবো ?

1 Answers   8.4 K

Answered 2 years ago

প্রথমত কথাটি সথ নয় সৎ। সৎ হলে প্রথমত সত্য কথা বলা এবং সৎ পথে চলা, সৎ চিন্তা ,সৎ ভাবনা, সৎকর্ম , সৎ সংকল্প, ও সৎ চেষ্টা।কর্মে ও বচনে সৎ হতে হবে অর্থাৎ সত্যনিষ্ঠ হতে হবে।

সত্যের পথ বড় কঠিন এবং প্রতি পদে পদে সমূহ বিপদ। তাই সৎ হওয়ার আগে চিন্তা করে দেখুন সেই পথটা আপনি সারাজীবনের জন্য অনুসরণ করে চলতে পারবেন কিনা।

সম্ভব হলে মহাত্মা গান্ধীর লেখা বইটি "-মাই এক্সপেরিমেন্ট উইথ দ্যা ট্রুথ" পড়ে নেবেন।

অসৎ বা মিথ্যাবাদী ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। যারা আদর্শবান,সৎ ,ভালো এবং স্বকারাত্ত্বক চিন্তা ভাবনা করেন ,যারা সমাজে সব সময় জনকল্যাণমূলক কাজে লিপ্ত বা অন্যের ভালো চান তাদের সঙ্গে বন্ধুত্ব করুন এবং ওঠাবসা করুন।

ভালো ভালো সৃজনশীল ও আধ্যাত্মিক বিষয়ে বই পড়ুন। রাজা হরিশচন্দ্রের জীবনীটি পড়ে নেবেন তাহলে আপনি মনে অনেক জোর পাবেন। রাজা হরিশচন্দ্র সত্যের জন্য তার বিশাল সাম্রাজ্য স্ত্রী-পুত্র পরিবার সবকিছু ত্যাগ করেছিলেন তাই তিনি সত্যনিষ্ঠ ও আদর্শ বান ব্যক্তি হিসেবে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ইতিহাসে সত্যবাদী হরিশচন্দ্র নামে অমর কীর্তি স্থাপন করেছেন।

সদা সর্বদা মনে রাখবেন —তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন!!!

সত্যের পথ ঈশ্বরের পথ আল্লাহ-র পথ , সত্যের পথে চলুন একদিন আপনার মঙ্গল হবে।

ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুন। 

Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions