Answered 3 years ago
অবশ্যই সম্ভব! আপনাকে প্রথমত বাংলাদেশী নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে হবে। তারপর আপনি সিকিম-এ কোনো লিজ নেওয়া বাড়িতে বা বাড়ি ভাড়া করে সেখানে স্থায়ী বসবাস করতে পারেন।
যেহেতু, হিন্দুস্থানের এই রাজ্যটিতে সেই রাজ্যের ভূমিপুত্ররা ছাড়া অন্য কেউ মাটি কিনতে পারে না সেহেতু, আপনি সেখানে জায়গা কিনে বাড়ি বানাতে পারবেন না যদিও, তবে উপরিল্লিখিত উপায়ে সেখানে থাকতে পারবেন।
Himel Ahmed publisher