আমি শুনেছি বোতলে বেশিক্ষণ পানি রেখে তা পান করলে স্বাস্থ্যঝুকি থাকে। তাহলে কী ধরনের বোতলে পানি রাখলে পানি ভালো থাকতে পারে?

1 Answers   9.1 K

Answered 2 years ago

প্লাস্টিক বোতল ব্যবহার করা পরিহার করুন। কাচের বোতল অথবা স্টিলের জাতীয় কোন বস্তু ব্যবহার করুন পানির পাত্র হিসেবে। প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিক ছড়ায় যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিছুদিন আগে একটি নিউজ ছড়িয়েছি আমি জানিনা আপনি জানেন কিনা। নিউজটি ছিল এই যে একটি নবজাতক শিশুর মধ্যে গবেষকরা মাইক্রো প্লাস্টিক পেয়েছিলেন। এবং তারা আরো গবেষণা করে জানতে পারেন যে মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক রয়েছে। মাইক্রো প্লাস্টিক ছড়ানোর মূল কারণটা হচ্ছে বর্তমান বিশ্বে প্লাস্টিক অত্যন্ত পরিমাণে ব্যবহার হয়। এবং এসব প্লাস্টিক পানির সাথে এবং বিভিন্নভাবে ক্ষুদ্রতমভাবে আমাদের মানব শরীরে প্রবেশ করছে। যার ফলে আমাদের মানব জীবনে এবং অন্যান্য পশু পাখিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তরটি ভালো লাগলে আপভোট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।

Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions