Answered 3 years ago
কপি-পেস্ট হচ্ছে অন্যের লেখা কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা অন্য একটি ওয়েবসাইট থেকে পোষ্ট কপি করে এনে নিজের ওয়েবসাইটে পাবলিশ করা। আপনি আপনার নোটপ্যাডে কি লিখছেন সেটা তো গুগল জানে না? গুগল জানে যেই আর্টিকেল গুলো গুগলে ইনডেক্স আছে সেগুলো।
আপনি আপনার ওয়েবসাইটে একটি পোষ্ট পাবলিশ করার পর গুগলের অটোমেটিক অ্যালগোরিদম এটা কে যাচাই করে যে এরকম কোনো আর্টিকেল এর আগে কেউ পোষ্ট করেছে কিনা বা এইরকম কোনো আর্টিকেল আগে থেকে গুগলে অপটিমাইজড আছে কিনা, যদি আপনার পোস্ট অন্য কোনো ওয়েবসাইটের পোষ্টের সাথে হুবহু মিলে যায় তাহলে সেটা গুগলেন সার্চ রেজাল্টে আসবে না।
এছাড়া কপিপেষ্ট করলে আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা হবে না শুধু আপনার পোষ্ট গুলো সার্চ রেজাল্ট দে আসবে না। আর সার্চ রেজাল্টে না আসলে ভিজিটরও আসবে না।
oishe publisher