আমি বিয়ের পর জানতে পেরেছি যে, আমার বউ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুরো বাড়িতে হাঁটা হাঁটি করে। এখন কি আমি তাকে তালাক দিব?

1 Answers   7.2 K

Answered 2 years ago

তাকাল দিবেন কেন? এত ছোট মানসিকতা কেন আপনার? ছিঃ। মানুষের নানান রকম রোগ হয়। অসুখ হয়। এটা স্বাভাবিক। আজকাল সব কিছুর সহজ ও সুন্দর চিকিৎসা আছে। আপনার স্ত্রীর তো এইডস হয়নি। তিনি তো পরকীয়া করছেন না। তিনি তো খুন করছেন না। ঘুমের মধ্যে হাঁটাহাঁটি অনেকেই করেন। বহু বিজ্ঞানী করেছেন। বহু সেলিব্রেটি করেন। বহু মনীষীও ঘুমের মধ্যে হাঁটেন। অনেক বিবাহিতা মেয়ে ঘুমের মধ্যে বিছানায় পেসাব করে দেয়। নাক ডাকে। বিড় বিড় করে কথা বলে। বায়ু ছাড়ে। এগুলো ক্রাইম নয়। বরং যারা তালাকের চিন্তা করে, সেটা ক্রাইম।

যাই হোক, এটা কোনো বড় সমস্যা না। তবু আপনি ডাক্তার দেখান। খুব সহজ ও সুন্দর চিকিৎসা আছে। খরচও বেশি নয়। আপনার মা যদি ঘুমের মধ্যে হাঁটতেন, মাকে কি ঘর থেকে বের করে দিতেন? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেন? আমাদের বাসায় ঘরের কাজে সহযোগিতা করার জন্য একটা মেয়ে আছে। অল্প বয়সী মেয়ে। মেয়েটা ঘুমায় না। সারারাত টিভি দেখে। ভোরের দিকে ঘুমায়। অনেকবেলা পর্যন্ত ঘুমায়। এখন মেয়েটাকে কি আমরা ঘর থেকে বের করে দিবো? দুনিয়া ভরতি মানুষ। নানান রকম মানুষ। তাদের নানান রকম সমস্যা। ছাড় দিতে হয়। মানুষকে ভালোবাসতে হয়। মানুষ সৃষ্টির সেরা জীব।

Ashis
ashis
239 Points

Popular Questions