Answered 2 years ago
দেখুন এমন একটি পরিবারও হয়ত খুঁজে পাওয়া যাবে না যেখানে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না । আমি ছোট থাকতে আমার বাবা মাও এমনই করত । আপনি আপনার বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে দেখুন তারা তাদের মা বাবার ঝগড়া অবশ্যই দেখেছে । তো আপনার ব্যাপারটিও অতি স্বাভাবিক । আর যদি ব্যাপারটি শারীরিক চাহিদার ক্ষেত্রে হয় বা আপনার স্ত্রী যদি আপনার ডাকে সারা না দেয় তাহলে বুঝতে হবে সেদিন তার period বা ঋতুস্রাব শুরু হয়েছে , এসময় মিলন হারাম । আর হ্যা মনে রাখবেন Love means sacrifice । আপনার বাবা মার প্রে আর যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা আপনার স্ত্রী । একটু তো ধৈর্য ধরতে হবে boss
piyasahmed publisher