Answered 3 years ago
দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করে সংসার চালানোর মতো আয় করতে হলে আপনি —
১/এলাকার কৃষক থেকে পাইকারি দামে সবজি কিনে স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন। এইটা সকালের দিকে করতে পারেন
২/পাইকারি দামে কলা কিনে আশেপাশের মোড়ে অথবা বাজারে বসে বিক্রি করতে পারেন।
৩/ হাসের ডিম মুরগির ডিম কিনে সিদ্ধ করে স্থানীয় বাজারে অথবা মোড়ে যেখানে লোকসমাগম আছে সেখানে বিক্রি করতে পারেন এইটা বিকিলের দিকে করতে পারেন।
৪/ ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে পারেন।
ভাই এগুলো করতে হলে আপনার লজ্জা ঝেড়ে ফেলতে হবে। এইরকম ব্যবসা করে অনেক মানুষ তাদের সংসার চালাচ্ছেন। আপনি চাইলে আপনিও করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল
ritukhatun publisher