আমি ফেসবুক ইমেইল ভুলে গেছি। n*****@*** এইভাবে আসছে। কিভাবে পুরো ইমেইল দেখবো?

1 Answers   5.8 K

Answered 3 years ago

আইডি লিংকটি কপি করুন৷ গুগুকে সার্চ দিন ফেসবুক নিউামরিক একাউন্ট আইডি। তখন সেখান এর প্রথম লিংক থেকক সার্চ করে বের করে নিন অথবা আপনার আইডির কোনো একটি পোস্ট এর লিংক কপি করুন৷ তারপর সেখানে id="112020****11" এরকম একটা নম্বর পাবেন৷ সেটা কপি করুন কোনো বন্ধুর আইডি দিয়ে ডুকে বা তার সহায়তা নিয়ে৷ তারপর সেটাকে ইমেইল এর জায়গায় বসিয়ে পাসওয়ার্ড দিন। লগ ইন করুন৷ তারপর সেটিংস এ নিজের পারসোনাল ইনফরমেশন এ যান৷ সেখান থেকে কন্টাক্ট ইনফরমেশন এ যান৷ তারপর ইমেইলটা দেখে আসুন৷ আর পায়ওয়ার্ডও ভুলে গেলে ফরগট দিতে পারেন। সেক্ষেত্রে সেই ইমেইলেই একটি কোড আসবে সেটা দেখেই বুঝতে পারবেন কোন ইমেইল দিয়েছিলেন

Hafiza Sultana
hafizasultana
274 Points

Popular Questions