আমি প্রথম প্রোগ্রামিং শিখছি। আমি এইচটিএমএল পারি। এখন আমি c++, নাকি c# শিখবো?

1 Answers   2.7 K

Answered 3 years ago

আমি বুঝিনা কোড লেখার শুরু কেন এইচটিএমএল দিয়েই করতে হবে ? দুর্ভাগ্যবশত আমাদের দেশে বেশীরভাগ নতুন শিখতে আসা ছেলেমেয়েরা শুরু করে এভাবেই , আমি নিজেও এভাবে শুরু করেছিলাম ।


এইচটিএমএল দিয়ে শুরু করার একটা খারাপ দিক হচ্ছে কতটুকু শেখা হলো সেটা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে হয় না , কি শিখছি সেটার গুনগত মান নিশ্চিত হয় না । বরং হালকা সিএসএস আর জেকোয়েরি শিখেই সবাই ভিজুয়াল আউটলুক নিয়ে ব্যাস্ত হয়ে যায় । আর এটার ফলাফল হলো সস্তা দামের ওয়েব / ওয়ার্ডপ্রেস ডিজাইনার হওয়া যারা ফেসবুকে অহঃরহ ৫০০ টাকায় ওয়েবসাইট বানানোর বিজ্ঞাপন দেয় ।


মাফ করবেন ! উপরের কথাগুলো হয়ত একটু বেশী কড়া হয়ে গেলো । আমি কাউকে ছোট করে দেখাবার চেষ্টা করছি না , শুধু বাস্তবতাটা বলেছি ।


আপনার প্রশ্নের উত্তরের দিকে আসা যাক । আমি বলব আপনি আপাতত ভুলে যান যে আপনি এইচটিএমএল নামের কিছু জানেন বা শিখেছেন । প্রোগ্রামিং শিখতে চাইলে শুরু করার জন্য অনেকগুলো অপশন আছে । যেমন সি , সি++ , রুবী , পাইথন , জাভা , জাভাস্ক্রিপ্ট , সি শার্প , পিএইচপি । এগুলোর যে কোনটা দিয়েই শুরু করতে পারেন । তবে আমি রেকমেন্ড করব সি / সি++ দিয়ে শুরু করুন , দয়া করে শুরুতেই পাইথন বা জাভাস্ক্রিপ্টে হাত দিতে যাবেন না ।


আর এইচটিএমএল সম্পর্কে বলতে চাই "বর্তমান সময়ে হাতে এইচটিএমএল কোড না লিখেও চমৎকার রেসপন্সিভ পেজ ডিজাইন করা যায় , এর জন্য প্রায় শ'খানেক ড্রাগ-এন্ড-ড্রপ পেজ বিল্ডার আছে ।"


সুতরাং শুরুতেই ওয়েব ডিজাইনের চিন্তা বাদ দিয়ে একটা একচুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন , ভবিষ্যতে কাজে লাগবে ।


Agroni Khatun
agroni
228 Points

Popular Questions