আমি নতুন ম্যাকবুক M1 কিনেছি ওয়েব এবং গ্রাফিক্সের কাজের জন্য। প্রতিদিন গড়ে ১০-১২ ঘন্টা ইউজ করছি ল্যাপটপ। কিভাবে আমি ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে পারবো?

1 Answers   1.8 K

Answered 3 years ago

ভালো খারাপের চিন্তা বাদ দিয়ে জিনিষটার মজা নেন। ব্যাটারি ডিগ্রেড হবেই আপনি যত যাই করেন। এটা লিথিয়াম ব্যাটারির ধর্ম। শুধু খেয়াল রাখবেন ল্যাপটপ যেনো অনেক বেশি গরম না হয়। অনেক সময় ব্যাগে করে ক্যারি করলে সূর্যের তাপে ভেতরে গরম হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহার করার আগে খোলামেলা জায়গায় রেখে ঠান্ডা করে নিন।

Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions