আমি নটর ডেমের একজন স্টুডেন্ট। এই বয়সে জীবনের সেরা কিছু উপদেশ দিন আমাকে?

1 Answers   1.6 K

Answered 2 years ago

সেরা উপদেশ চাইলে অনেক দেওয়া যায়, তবে শ্রেষ্ঠ উপদেশখানা এই যে-

"বিদ্যা/ধন/পদবির অহংকার করো না।"🙃

তুমি একজন 'কলেজ ছাত্র' সেটা বললেই হতো, নটরডেম নাকি সেন্ট জোসেফ তা কেউ জানতে চায়নি। তাছাড়া, তুমি প্রথমে একজন বাঙালি, তারপর একজন মুসলিম/হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান, তারপরে আসে তোমার পেশাগত পরিচয়। প্রথম দুটো গুরুত্বপূর্ণ পরিচয় বাদ দিয়ে 'নটরডেমের ছাত্র' কথাটাই আগে বলতে হল কেন?🤔

দ্বিতীয়ত, বেশি বেশি জ্ঞান অর্জন করবে।

তোমার লেখা শেষ বাক্যে প্রশ্নবোধক চিহ্ন (?) হবে না, কারণ তুমি উপদেশ দেওয়ার 'অনুরোধ' করেছো, কোনো 'প্রশ্ন' করনি।

তবে বাক্যটি এভাবে লিখলে '?' চিহ্ন দেওয়া যেত-"আমাকে এই বয়সে জীবনের সেরা কিছু উপদেশ দেবেন কি?", এটি হলো প্রশ্নের ধাঁচে অনুরোধ।

আরেকটি কথা, তুমি যেই প্রতিষ্ঠানেই পড়ালেখা কর না কেন, চাকরি/ব্যবসার ক্ষেত্রে তোমার জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতা এবং অভিজ্ঞতাই কাজে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান/Brand Value এর ভূমিকা মাত্র ৫-১০%, সর্বোচ্চ ২০%।

ভালো থেকো।😄


Afia Islam
afiaislam
356 Points

Popular Questions