আমি ডাক্তার দেখিয়েছিলাম চুলের জন্য, আমাকে বলেছে মিনক্সিডিল ব্যবহার করতে। করাটা কি ভালো হবে?
0
0
1 Answers
8.9 K
0
Answered
2 years ago
ছেলেদের জন্য মিনোক্সিডিল ৫% বা ১০% ব্যাবহার ভালো। তবে শুধু মিনোক্সিডিল ব্যাবহারে চুলের আহামরি তেমন কোন উন্নতি দেখা যায় না। হয়তো কিছুটা উন্নতি হয়। এটা আমার ব্যাক্তিগত মতামত। আমি দীর্ঘদিন মিনোক্সিডিল ব্যাবহার করেছি, তবে সেই সাথে পি আর পি ও নিয়েছি। যখন পি আর পি বন্ধ করে শুধু মিনোক্সিডিল ব্যাবহার করেছি তখন সেরকম কোন উন্নতি পাই নি। তাই আমার ক্ষেত্রে, পি আর পি নেয়াটাই ভালো কাজ করেছিলো, মিনোক্সিডিল ব্যাবহার করাটা একেবারেই অপচয় ছিলো।
(অবশ্যই এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা, আপনার ডাক্তারের সাথে কথা বলে যেকোন ডিসিশান নেবেন।)
hriyan publisher