আমি টেনে পড়ি। ইংরেজিতে জিরো বলতে পারেন৷ শুরু থেকে ইংরেজি আমি স্বল্প সময়ে কিভাবে শিখতে পারি?

1 Answers   8.8 K

Answered 3 years ago

গ্রামার বই কিনে আগা থেকে গোড়া বুঝে বুঝে পড়েন এবং চর্চা করেন।

আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট ১ ও ২, ভোকবিল্ডার বই কিনে নিতে পারেন।

এরপরে পড়ুন ধীরে ধীরে সুস্থে এবং নিয়মিত অনলাইন নিউজ দেখেন বিবিসি বা সিএনএন বা আল-জাজিরার।

পত্রিকা পড়ুন এবং সেখানে গ্রামার এর ব্যবহার কীভাবে করছে তা দেখেন।।

ব্রিটিশ এবং আমেরিকার মধ্যে গোলযোগ খাওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবে শিখুন এরপরে এই দুইটা নিয়ে ভাববেন।

বাসায় বসে পড়ুন নিয়মিত এবং গ্রামার এর চর্চা করুন।

ভোকাবুলারি শিখতে অসুবিধা হলে কাহিনী বানিয়ে পড়েন বা অন্য কোন ভাবে কৌশল করে পড়ার চেষ্টা করেন।

ধৈর্য ধরে চেষ্টা করুন পারবেন।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions