আগে জানতাম দেশে দারিদ্র্যের হার অনেক বেশি, কিন্তু আপনার কথায় মনে হচ্ছে সেই সমস্যা মিটে গেছে। আগে জানতাম দান গ্রহিতার তুলনায় দানকারী কম, কিন্তু কথায় তারও উল্টোটা মনে হচ্ছে। তবে কি, সত্যি যদি দান করে সহায়তার ইচ্ছা থাকে তবে সত্যি সত্যিই গরীব-অসহায়দের দান করবেন আর তাতে গরীব-অসহায়ের দেখা আপনার আশেপাশেই অহরহ পাবেন। তবে ইচ্ছাটা মহৎই হোক সেই কামনাই করি। ধন্যবাদ
meglaakash publisher