Answered 2 years ago
ফর্সা ছিলেন ছোট বেলায়, বড় হয়ে, হয়ে গেলেন কালো? এ তো নয় ভাল। কোন অসুখ বিসুখ করে ছিল কি? করেনি? তাহলে ব্যাপারটা জিন,DNA এই সবের খেলা মনে হচ্ছে। কারণ, সত্যিই যদি কেউ ফর্সা রং নিয়ে জন্মায়, তবে স্বাস্থ্য ও পরিবেশের অবস্থাভেদে রংটা কিছুটা মলিন হয়ে যেতে পারে। কিন্তু একেবারে উল্টো? কালো হয়ে যাবে?
jakirrana publisher