Answered 3 years ago
মায়াজালের মত কন্টেন্ট তৈরি করতে জানতে হবে আপনাকে। তারপর এডিট করার কথা ভাবতে হবে।
আপনি কি ডেস্কটপ/ল্যাপটপে এডিট করতে চাচ্ছেন নাকি মোবাইলে?
মায়াজাল এর মত চ্যানেল গুলো সাধারণত কম্পিউটারে ভিডিও এডিট করে। ভিডিও এডিটিং এর জন্য সেরা হলো Adobe Premiere pro সফটওয়্যার। আর ম্যাক ইউজার হলে Final cut pro ইউজ করতে পারেন।
এধরণের সফটওয়্যার ইউজ করতে হলে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনেক হাই হতে হবে গেমিং কম্পিউটারের মত।
আপনার কম্পিউটার যদি কমদামি এবং সাধারণ কনফিগারেশন এর হয় তাহলে Filmora 9 ইউজ করতে পারেন। এটা দিয়েও মায়াজাল টাইপ ভিডিও বানাতে পারেন।
আর আপনি যদি মোবাইলে করতে চান তাহলে KineMaster সফটওয়্যার ইউজ করতে পারেন। তবে মনে রাখবেন মোবাইলের ভিডিও এডিট খুব একটা ভালো হবে না। এবং অনেক সময় লাগবে এডিটিং করতে। KinMaster Pro ইউজ করতে হবে যদি ভিডিও এর উপর ওয়াটার মার্ক না দেখতে চান।
এধরণের চ্যানেলের ভিডিও এডিটিং এর চেয়ে ভয়েস রেকর্ড টা আসল। এর জন্য আপনাকে ভালো একটি ভয়েস রেকর্ডার ক্রয় করতে হবে। কারণ ভয়েস খারাপ হলে আপনার ভিডিও যত সুন্দর হোক দর্শক দেখবে না।
rohanahmed publisher