আমি কেন ডিপ্লোমা পড়বো? কোন বিষয় নিয়ে পড়বো? আর পাওয়ার টেকনোলজি নিয়ে পড়লে কী কী চাকরির সুযোগ থাকবে?

1 Answers   3.1 K

Answered 3 years ago

দ্রুত সময়ে নিজের ক্যারিয়ার গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই।প্রথম থেকে যদি আপনার প্রতিষ্ঠিত হবার ক্ষুধা থাকে আশা করি ৪ বছর পর আপনি ভালো কোন জব পেয়ে যাবেন।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে সরকারি সরাসরি ১০ম গ্রেডের চাকুরী সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আর্কষনীয় বেতনে চাকুরীর সুযোগ রয়েছে যা এ বয়সে বাংলাদেশের পেক্ষাপটে জেনারেলে অসম্ভব বলা চলে।এছাড়া ও দেশী বিদেশী কোম্পানিগুলোতেও ভালো সুযোগ রয়েছে।

বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ সিভিল,ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল টেকনোলজিতে পড়ে দ্রুত ভালো কিছু করা সম্ভব।কারণ এখানে এ বিষয়গুলোর উপর প্রতিবছরই প্রচুর নিয়োগ হয়ে থাকে।তবে সিভিল ইলেকট্রিক্যাল সবচেয়ে এগিয়ে।সিভিলে প্রতিবছরই সরকারী বিভিন্ন মন্ত্রণালয়ের অধিনে উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ হয়ে থাকে যেমন:-এলজিইডি,পিডাব্লিউডি,পানি উন্নয়ন বোর্ড,রোডস এন্ড হাইওয়ে,স্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এছাড়া ওয়াসা,সিটি কপোরশন,রাজউক সহ প্রতিটা ক্ষেত্রেই সরকারী আধা সরকারিতে সিভিলের নিয়োগ হয়ে থাকে এছাড়া স্বায়ত্তশাসিত কোম্পানিগুলো যেমন:পিজিসিবি,নেসকো,ডেসকো,পিডিবি,তিতাস গ্যাস সহ যাবতীয় পাওয়ার সক্টরে নিয়োগ হয়ে থাকে। এরপর ইলেকট্রিক্যালে সরকারীর পাশাপাশি পিজিসিবি,পিডিবি,ডোসকো, নেসকো, গ্যাসক্ষেত্রগুলোতে উচ্চবেতনে চাকুরীর সুযোগ।মেকানিকালের অবস্থান সরকারী রেলওয়ে সহ নানা আধা সরকারী প্রতিষ্ঠানে রয়েছে।এছাড়াও বিভিন্ন কোম্পানি ভালো সুযোগ রয়েছে।

আর পাওয়ারের ক্ষেত্রে সরকারীর মধ্যে রয়েছে রেলওয়ে আবার বেসরকারি বিভিন্ন গাড়ি উৎপাদক কোম্পানিগুলো।

তবে বাংলাদেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ সিভিল, ইলেকট্রিক্যাল সবচেয়ে ভালো ক্যারিয়ার গঠনে।তবে প্রতিযোগিতা ও আছে। প্রতিযোগীরাও খুবই শক্তিশালী সেই হিসাব করে পড়াশুনা করলে আশা করি খুব দ্রুত সময়ে অনেক উপরে যাওয়া সম্ভব।

Rabiya Borshi
rabiyaborshi
285 Points

Popular Questions