আমি কি কালি লিনাক্স দিয়ে কোন ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করতে পারি?

1 Answers   2.3 K

Answered 3 years ago

ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করা হ্যাকিং এর একটি সেক্টরের অন্তর্ভুক্ত, এটিকে আমরা হার্ডওয়্যার হ্যাকিং বলে থাকি। এটি সাধারণত কোন ইলেকট্রনিক্স এর ইনফরমেশন কে মডিফাই করাকে বোঝায়। এটি হতে পারে components বা functionality মডিফাই করা।

কালি লিনাক্স এর বিভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে আপনি অনেক হার্ডওয়ারের তথ্য বের করতে এবং সেটি মডিফাই করতে পারবেন ‌‌।

যেমন USB rubber ducky একটি ফিজিক্যাল টুল এটি দিয়ে যে কোন স্ক্রিপ্ট রান করানো যাবে কোন এক কম্পিউটারে

এছাড়া ব্লুটুথ হ্যাকিং এর জন্য UberTooth One অনেক ভালো একটি টুল। ‌‌2.4 GHz frequency তে এটি অপারেট করা যাবে। এবং এটি দ্বারা কোন ডিভাইসের ব্লুটুথ ট্রাফিক মনিটর করতে পারবেন।

এছাড়া অধিকাংশ হ্যাকাররা Raspberry pi ব্যবহার করে থাকে যেটিকে আপনি একটি মিনি কম্পিউটার ভাবতে পারেন এবং এখানে লিনাক্স ইন্সটল করা যাবে, পাশাপাশি এটি যে কোন জায়গায় ক্যারি করা সম্ভব ‌‌।

এ ছারাও Wifiphisher, Aircrack-ng, Wireshark, Ettercap এর মতো অনেক কম অনলাইন বেস্ট সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে বিভিন্ন হার্ডওয়ার হ্যাকিং এর কাজ শেখা যায়। কিন্তু হ্যাঁ অবশ্যই অনুমতি নিয়ে। কারো হার্ডওয়্যারের ক্ষতি সাধন করার আগে তার অনুমতি না নিলে এটি আইনত দণ্ডনীয় অপরাধ হবে।

Prema Islam
premaislam
445 Points

Popular Questions