আমি কি ইংরেজি শেখার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেতে পারি?

1 Answers   11 K

Answered 3 years ago

একটা ছোট খাতা কিনুন প্রথমেই । এটা আপনার সঙ্গী ।

সর্বপ্রথম শব্দভাণ্ডার তৈরি করতে হবে । সকালে উঠে the hindu, হিন্দুস্তান times, tegraph english news paper ডাউন load করে নিন । এডিটোরিয়াল গুলি line by line পড়ুন । যে শব্দের মানে বুঝতে পারছেন না, খাতায় লিখুন । পড়া হয়ে গেলে মোবাইলে গুগল থেকে মানে দেখে খাতায় লিখে নিন । hinduর এডিটোরিয়াল আদর্শ ।

এরপর apps store থেকে ndtv english app down load করে নিন । প্রত্যেকটা খবরাখবর line by line পড়ুন । আগের পদ্ধতি অবলম্বন করুন । শৈবাল চ্যাটার্জির film review অবশ্যই পড়বেন । অনেক কিছু শিখবেন ।

এবার শোনার পালা । একটা radio কিনুন । short wave এ bbc english পাবেন । ঘন্টায় ঘন্টায় news দেয় । শুনুন । ওরা খুব স্পষ্ট ভাবে উচ্চারণ করে । বুঝতে কোনো অসুবিধা হবে না ।

এবার লেখার পালা । gmail এ একটা email account খুলুন । সারাদিনে যা প্যাকেট জাত জিনিষ কিনবেন (biscuit, cake, কোল্ড drinks ইত্যাদি) , দেখবেন ফিডব্যাক দেয়ার জন্য প্যাকেটে email id দেওয়া থাকে । mfg কোড দিয়ে ফিডব্যাক mail করুন । ভুল হোক, ক্ষতি নেই, ইংলিশ লেখার দক্ষতা বাড়বে । রোজ অন্তত 2 তিনটি mail পাঠান । দেখবেন, লেখার উপর আত্ম বিশ্বাস বাড়বে ।

এবার কথা বলার পালা । ফোনের customer care এর language বাংলা থেকে ইংলিশে চেঞ্জ করুন । সরাসরি কাস্টমের care এ ফোন করুন । ইংলিশে কথা বলুন নির্ভয়ে । মনগড়া একটা নেটওয়ার্কের সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ কথা বলুন । রোজ কথা বলুন । ওরা আপনার ভাঙা ইংলিশ নিয়ে আপনাকে কখনো কিছু বলবে না , কারণ আপনি ওদের customer । দেখবেন, ইংলিশে কথা বলা সহজ হয়ে যাচ্ছে ।

এইভাবে মাত্র দু মাস রেগুলার চালান । ইংলিশ নিখুঁত ভাবে শিখে যাবেন ।

গ্রামার বই দেখে ইংরেজি শেখা কষ্টকর । confuse হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা ।


Imon Rana
imonrana
477 Points

Popular Questions