Answered 3 years ago
তাড়াতাড়ি মোটা হতে পারবেন না। আবার তাড়াতাড়ি চিকন হওয়া যায় না। তবে আপনার তীব্র ইচ্ছা থাকলে মোটা হওয়া সম্ভব। খুব সম্ভব। দ্রুত ওজন বাড়ানো যায় না। আবার দ্রুত ওজন কমানোও যায় না। কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগবে। খাওয়ার পরিমান বাড়িয়ে দিন। প্রতিদিন দুটা ডিম। দুই গ্লাস দুধ খান। প্রচুর ফলমুল এবং শাক সবজি খান। তিনবেলায় ছয় বার খাবেন। কাজু বাদাম, কিসমিছ খান। প্রচুর দেশী মাছ খান। দেশী মূরগী খান। গরুর কলিজা খান। টানা ৮/১০ ঘন্টা ঘুমাবেন। কখনও খালি পেটে থাকবেন না। চকলেট খাবেন প্রচুর। মোট কথা সারাদিন খাওয়ার উপরেই থাকেন। তাহলে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার ওজন বাড়বে।
Irin Islam publisher