আমি কিভাবে জুয়ার নেশা, মেয়ের নেশা এবং ধূমপান থেকে বিরত থাকতে পারি?

1 Answers   8.2 K

Answered 3 years ago

আপনাকে এইসব জিনিস থেকে দূরে থাকতে অবশ্যই মোটিভেশন প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আপনি মোটিভেশন নিবেন কার থেকে এবং কাকে অনুসরণ করবেন।
প্রথমত আপনাকে এম্ন কাউকে অনুসরণ করতে হবে, যার কোনো ভুল নেই,
এমন এক আদর্শকে অনুসরণ করতে হবে, যার আদর্শে সব কিছুর সমাধান আছে।
এই সমাধান এমন এক জায়গা থেকে আসতে হবে, যার কোনো সীমাবদ্ধতা নেই।
যার সীমাবদ্ধতা নেই, সে সব কিছুর সমাধান দিতে পারে। আর যার সীমাবদ্ধতা নেই, সে হচ্ছে একমাত্র আল্লাহ তা'আলা এবং যার আদর্শ অনুসরণ করবেন সে হচ্ছে আল্লাহ এর রাসুল মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম। তাহলেই আপনি আপনার জীবনের সকল সমস্যা সমাধান করতে পারবেন ইনশা আল্লাহ।
ফি আমানিল্লাহ।


Ripon Ahmed
riponahmed
311 Points

Popular Questions