Answered 3 years ago
পাব্লিক আইপি পরিবর্তন করতে পারবেন না। পাব্লিক আইপি পরিবর্তন করতে চাইলে আইএসপির সাথে যোগাযোগ করতে হবে। অথবা অল্টারনেটিভ উপায় হচ্ছে ভিপিএন ব্যবহার করা।
প্রাইভেট আইপি পরিবর্তন করতে পারবেন রাউটার থেকে। রাউটারের DHCP বন্ধ করে Static করবেন। তারপর ইচ্ছামত ডিভাইসে আইপি এসাইন করতে পারবেন।
ম্যাক এড্রেস আপনার ডিভাইসের হার্ডওয়্যার এর সাথে যুক্ত তাই ম্যাক এড্রেস শুধুমাত্র সাময়িক পরিবর্তন করা যায়। পরিবর্তনের জন্য বিভিন্ন টুল আছে। আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী খুঁজে নিবেন।
rionahmed publisher