Answered 2 years ago
প্রাথমিক উত্তর হবে না। কিন্তু যতক্ষণ উনি দেখতে চাইছেন না, ততক্ষণ। যদি উনি তার চেষ্টায় কিছু পদক্ষেপ নেন, তাহলে হ্যাঁ উনি তা দেখতে পারবেন। যদি আপনি খুব ভালো মানের ডিভাইস ব্যবহার করেন, ধরুন iPhone, তাহলে আপনার ডিভাইস আপনাকে উপলব্ধ ওয়াই-ফাইয়ের বিষয়ে সাবধান করে যে সেটি সুরক্ষিত নয়,(not secured অথবা weak security) ইত্যাদি লেখা আসে। তার প্রাথমিক অর্থ সেই নেটওয়ার্ক ব্যবহার করলে আপনার ডিভাইসে কার্য্যকলাপের নিজস্বতা সুরক্ষিত থাকবে না। কারণ সেই ওয়াই-ফাই তে সুরক্ষার যে প্রোটোকল ব্যবহার হচ্ছে তা WEP বা WPA ধরণের। এগুলি এখন একটু পুরানো ও আর তেমন সুরক্ষিত ধরা হয় না। এখন পথে ঘাটে, বা বাজারে তো নেটওয়ার্ক নিয়ে আপনার কিছু করার নেই।
তাইজন্য আমাদের বলা হয় যে ডিভাইসের নেটওয়ার্ক সেটিং সেটা রাখতে যাতে আপনার ডিভাইস আপনাকে আগে জানাবে যে ওয়াই-ফাই উপলব্ধ আছে। আপনি কি তাতে যুক্ত হতে চান?ফোন নিজে থেকে ওয়াই-ফাইতে জুড়ে যায় না। এবং আইফোন তাতে আপনাকে তা সুরক্ষিত কি না তার চিহ্ন দেখিয়ে দেয়। আজকাল কয়েকটি এনেড্রয়েড ফোনও এই ফিচারটি জুড়েছে। এখন WPA3 অথবা WPA2-PSK+AES এই প্রোটোকল হলে, তাকে সুরক্ষিত মানা হয়।
যেই ওয়াই-ফাই কে weak security চিহ্নিত করছে, তাতে আপনার তথ্য অবশ্যই দেখা যেতে পারে। এবং এমনটা হতে পারে বলেই আপনাকে সাবধান করছে।
কিন্তু আপনার প্রশ্ন হয়তো এই যে যদি সব সুরক্ষিত, তাহলে তারপরেও কি নেটওয়ার্কের মালিক দেখতে পারবেন। হ্যাঁ, তার জন্য তাকে কিছু কারিগরি করতে হবে, তারপরে তা হতে পারে।
abirahmed publisher