আমি এসএসসি তে ৩.৮৩ পেয়েছি এবং এইসএসসি তে ৪.৮৯ পেয়েছি। এখন আমি কি বুয়েটে টিকতে পারবো? (সায়েন্স থেকে)

1 Answers   8.5 K

Answered 2 years ago

আমি ২০২০ সালে যখন বুয়েটে ভর্তি পরীক্ষাতে অংশ নেয় তখন সিস্টেম টা ছিল, যাদের SSC তে সাধারণ গনিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নে এই ৩টা বিষয়ের ৩০০ নাম্বারের মধ্যে ২৭০ নাম্বার থাকবে তারাই কেবল পরীক্ষায় অংশ নিতে পারবে। গড়ে ৯০% নাম্বার। তাই বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে HSC &SSC তে GPA 5 পাওয়া সহ সায়েন্সের বিষয়গুলোতে ভালো নাম্বার প্রয়োজন। তোমার এই রেজাল্ট নিয়ে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়

Ahona Sardar
ahonasardar
463 Points

Popular Questions