আমি এবার দশম শ্রেণিতে উঠব। এসএসসিতে খুব ভালো করার জন্য আমার কী করা উচিত?

1 Answers   7.5 K

Answered 2 years ago

খুব ভালো উদ্যোগ,নিজে নিজেকে আরো উন্নত করার চেস্টা করছ।নিজের পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস।এটি যদি ধরে রাখতে পারো তাহলে পরবর্তীতে অনেক লাভ হবে অর্থাৎ HSC লাইফে।

এখন মূল বক্তব্যতে আসি, মনে হয় না এসএসসি লাইফে এতো প্যারা নেওয়ার দরকার আছে ।মোটামুটি প্রতিদিন নিজে বাসায় ৩-৪ ঘন্টা পড়লেই ভালো করবা, তবে খুব ভালো রেজাল্ট করতে অবশ্যই সবার থেকে একটু বেশিই পরিশ্রম করতে হবে, একটু বেশিই পড়তে হবে।আচ্ছা আমি একটু পয়েন্ট টু পয়েন্ট গাইডলাইন এর দিকে যাই।

    প্রথমত বই পুরোপুরি শেষ করবা, এর কোনো বিকল্প নেই। কিছু বাদ রাখা যাবে না, আর বইটা নতুন রেখে লাভ নেই।ভালোভাবে এরিয়া মার্কিং করা লাগবে, দেখতে হবে কোথা থেকে বেশি প্রশ্ন আসে।ঐ জায়গা গুলো ভালোভাবে শেষ করতে হবে।
    অযথা নোট বানানোর কোনো দরকার নেই, অনেক ভালো ছাত্র এখানেই বেশি মারা খায়।বইয়ের অথবা গাইডের লেখাগুলো পুনরায় খাতায় উঠায়। তবে কিছু নোট আছে যেগুলা করতেই হবে, সেগুলো স্কিপ করার মেন্টালিটি চেঞ্জ করতে হবে।
    বেশি বেশি করে ম্যাথ প্রাক্টিস করতে হবে।
    জ্ঞানমূলক প্রশ্ন ঝাড়া মুখস্থ ও অনুধাবন মূলক প্রশ্ন এর বিশ্লেষণ করার মতো পড়তে হবে।
    English এ অনেক ছাত্র কম নাম্বার পায়, এদিকে একটু নজর দিতে হবে(প্রিভিয়াস ইয়ার এর Board Question Solve করবা, কমপক্ষে সর্বশেষ ৭ বছর)
    বোর্ড Question সলভ করবা, প্রত্যেকটা চাপ্টার এর প্রথম ১৫টা সৃজনশীল, এটা করার পর দেখিয় অনেক কিছুই ইজি ইজি লাগছে।প্রচুর এক্সাম দিবা, তাহলে দুইটি লাভ আছে, এক হলো ঘাটতি ফিলআপ হবে আর দুই এক্সাম এর ভয় কেটে যাবে।
    বাসায় একজন হোম টিউটর রাখা ভালো, তাহলে পড়ায় সিরিয়াস নেস ধরে রাখা যায়।
    লাস্ট বাট নট লিস্ট পড়ায় consistency মেন্টেন করবা, পড়তে ইচ্ছা না করলেও পড়বা, পুরোনো পড়া তো কোনোভাবেই ফেলে রাখা যাবে না

    সবসময় এটা মনে রাখবা, তোমার আল্টিমেট গোলটা কোথায়।কেউ তোমার বেশি পড়ালেখা নিয়ে উল্টাপাল্টা কথা বললে বলতে দাও,অনেকে খ্যেত বলবে। সারাদিন পড় কেন বলবে এটা একটু মাথায় রাখবা " সামটাইমস দ্যায়ার ইস নাথিং মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিয়িং এ খ্যেত"

তোমার জন্য শুভকামনা

Administrator
admin
0 Points

Popular Questions