Answered 3 years ago
আপনি যদি এক টানা ৫ মিনিট কথা বলতে পারেন, আপনি যদি আপনার ভাবনাটা প্রকাশ করতে পারেন এই সময়ের মধ্যে তাহলে আপনার আসলে কোন সমস্যা নেই। আসলে আপনি খুব ভালো একটা গুনের অধিকারী। আপনি কি রাজনীতি করতে চান? তাহলে আপনি অন্যের অনেক সময় নষ্ট করে অনেক অর্থহীন কথা বলতে পারবেন। সারমর্ম দুই বাক্যের বেশী প্রয়োজন হয় বলে আমার মনে হয় না।
এটা খারাপ কি? পাচ মিনিট কথা বলুন, দুই মিনিট আর একজনের কথা শুনুন। যদি তারপরে ভালো কিছু যোগ দিতে পারেন, আরও পাচ মিনিট কথা বলুন। কিন্তু সময় অপচয় করা কথা বলবেন কেন? আসলে প্রথম পাচ মিনিট বলা শুরু করার আগে এক মিনিট নিঃশব্দে ভেবে নিন। তাহলে যে পাচ মিনিট কথা বলবেন সেটা শুনে সবাই উপকৃত হবে। সেটাই ভালো।
বয়স যত বাড়বে, আমার মত যখন বুড়ো হবেন, তখন কথা বলা থামানোটাই কঠিন। আমার উত্তর দেখে হয়তো কিছুটা টের পেয়েছেন।
niloyrana publisher