আমি একটি কম্পিউটারে কয়টি RAM ব্যবহার করতে পারব?

1 Answers   6.7 K

Answered 3 years ago

এটি নির্ভর করে আপনার মাদারবোর্ডে কয়টি মেমরি-স্লট আছে তার উপর। সাধারণ মাদারবোর্ডে দুই থেকে চারটি স্লট থাকে র‍্যাম ইন্সটলেশনের জন্য।

স্লট সংখ্যার পাশাপাশি মেমরি লিমিটও মাদারবোর্ড অনুযায়ী ভিন্ন হয়, উদাহরণস্বরূপ, ম্যাক্স মেমরি লিমিট ৬৪ জিবি আর আর স্লট সংখ্যা দুইটি থাকার মানে হল আপনার প্রতি স্লটে সর্বোচ্চ ৩২ জিবি র‍্যাম ইনসার্ট করা যাবে।

প্রসঙ্গত, ৩২-বিট অপারেটিং সিস্টেম সর্বোচ্চ ৪ জিবি পর্যন্ত (প্র্যাকটিকালি এর চেয়েও কম) মেমরি অ্যাড্রেস করতে পারে। অর্থাৎ র‍্যাম ১৬ জিবি/৩২জিবি যাই হোক, অপারেটিং সিস্টেম ৪ জিবির বেশি ব্যাবহার করতে পারবেনা।

৬৪-বিট সিস্টেমে থিওরেটিক্যালি ১৭,১৭৯,৮৬৯,১৮৪ জিবি বা ১৬ এক্সাবাইট পর্যন্ত মেমরি সাপোর্ট করতে পারবে, তবে কোন সুপারকম্পিউটারও এখনো পর্যন্ত এক্সাবাইট মেমরির মাইলস্টোনে পৌঁছায়নি।

Mahir Khan
mahirkhan
312 Points

Popular Questions