Answered 3 years ago
কারো লেখে দেওয়া তথ্য বা পরামর্শ দিয়ে যদি ব্যবসা বা আইডিয়া বের করা সম্ভব হলে ইউটিউব হচ্ছে উত্তম পরামর্শক। এখানে হাজার হাজার আইডিয়া পরামর্শ শেয়ার করা আছে। একেবারে বিনা পয়সায় সব বিষয়ে পরামর্শ পাওয়া যায়। যেহেতু একটি পরামর্শের জন্য আমাকে বেঁচে নিয়েছেন। তাই একটা পরামর্শ, না দিলে নই। যে বিষয়ে আপনি ভালো বুঝেন ঐ টা দিয়ে একটা কিছু শুরু করে দেন। দেখবেন একটা না একটা পথ খুলে গেছে। দ্বিতীয়ত নতুন যেটা শুরু করবেন এটার সম্পর্কে বিস্তারিত যেনে শুরু করবেন। যেমন আপনি একটি ব্যবসা করবেন বলে স্থীর করলেন। কিন্ত ব্যবসাটা সম্পর্কে আপনার আগের কোন ধারণা নাই। তাহলে ঐ ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে শুরু করতে হবে। কিভাবে ধারণা নেবেন হয় ঐ ব্যবসা সম্পর্কিত কোন ব্যবসায়ীর কাজ থেকে যেনে বুঝে অথবা চাকরি করে। শেষ কথা আপনার যেহেতু পূঁজি কম আমার পরামর্শ হচ্ছে, আপনার এলাকার চাহিদা অনুযায়ী একটি আইটেমর হোলসেল ব্যবসা করতে পারেন। যদিও মনে হতে পারে হোলসেল ব্যবসা করতে অনেক টাকা লাগে। কিন্তু না অনেক টাকা লাগবে না আপনার হাতে যা আছে তা দিয়ে করা সম্ভব। শুধু কি আইটেম নিয়ে ব্যবসাটা শুরু করবেন সেটা নির্ধারণ করতে জানতে হবে। যেটা করবেন একটি আইটেমের করবেন।
fahima publisher