Answered 3 years ago
আপনি নিজে গিয়ে খোজ নিন। বারবার খোজ নিন। তাড়া দিন। যদি কাজ না হয় তাহলে পুলিশ হেড কোয়াটারে আবার লিখিত অভিযোগ দিন। অভিযোগ তাঁরা আমলে নিলো কিনা সেটা নিয়মিত খোজ খবর নিবেন। আপনার অভিযোগ সত্য হলে ঐ পুলিশ এর চাকরীও চলে যেতে পারে। তখন দেখবেন সেই পুলিশ আপনার কাছে এসে হাতে পায়ে ধরবে।
এক পুলিশ আমাকে সম্পূর্ন বিনা কারনে থাপ্পড় দেয়। আমি তাকে বললাম, আপনি অন্যায় করেছেন। আমাকে স্যরি বলুন। পুলিশ বলল, পুলিশরা স্যরি বলে না। যা ভাগ। আমি পুলিশের নাম ও পদবী জেনে নিলাম। তারপর পুলিশ হেড কোয়াটারে লিখিত অভিযোগ দেই। পনের দিন পরে সেই পুলিশ এসে আমার হাত পা ধরে মাফ চাইলো। বলল, তার দুটা ছেলেমেয়ে আছে ছোট ছোট। তার চাকরী চলে গেলে সে বিরাট বিপদে পড়বে। আমি তাকে ক্ষমা করে দেই। এবং অভিযোগ তুলে নিই।
talhatolib publisher