আমি একজন ছাত্রী, বড় পরিবার হওয়ায় অনেক সময় মেহমান বাসায় আসেন, তবে বাসায় বেশি মানুষ থাকায় আমার তখন অনেক কষ্ট হয়, দম বন্ধের মতো মনে হয়, মাথা ঝিন ঝিন করে, আমার বাসাও খুব ছোট, কী করা উচিত?
1
0
1 Answers
1.6 K
0
Answered
2 years ago
বাবা-মা কিংবা অভিভাবকদের বিষয়টি বুঝিয়ে বলুন। নিশ্চয়ই তারা সমস্যাটি বুঝবেন। সমাধান হিসেবে আপনি কোনো ছাত্রী নিবাসে যেতে পারেন। আমার এক আত্মীয় বলছিলেন, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হয় বলে সব আত্মীয়দের পরীক্ষার আগে আসতে নিষেধ করেছিলেন তিনি। এতে বাচ্চাদের পড়ার অসুবিধা অনেকটাই দূর হয়েছে।
sazibuddin publisher