আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার-এ মানবিক বিভাগ নিয়ে পড়ি। এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ 4.39 পেয়েছি। আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব?
1
0
1 Answers
11.8 K
0
Answered
2 years ago
জ্বি, আপনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে ন্যূনতম ৭.৫ (এস এস সি ও এইচ এস সি উভয়) জিপিও থাকলে যে কেউ ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন। এবং আলাদাভাবে ৩.৫ জিপিএর প্রয়োজন হয় অর্থাৎ আপনার এস এস সি এবং এইচ এস সির কোনটিতেই ৩.৫ এর নিচে জিপিএ থাকলে আপনি যোগ্যতা হারাবেন।
আর চান্স পাওয়ার বিষয়টি সম্পূর্ন নির্ভর করছে আপনার প্রস্তুতির উপর। এমন হাজারো নজির রয়েছে যারা ৪.০০(এইচ এস সিতে) এর কম জিপিএ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং কৃতজ্ঞতার সাথে তাদের পড়াশুনা শেষ করেছে।
সুতরাং দৃঢ় মনোবল আর ভালো প্রস্তুতি থাকলে এবং সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে চান্স পাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।
ধন্যবাদ।
উত্তরদাতা,
মোঃ হাবিবুল্লাহ,
আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
chayan524 publisher