আমি আমার মামাতো বোনের প্রতি দিন দিন দূর্বল হয়ে যাচ্ছি। মামাতো বোনকে প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি নয়। এমতাবস্থায় আমি কী করতে পারি? অভিজ্ঞদের পরামর্শ চাই?
0
0
1 Answers
13.4 K
0
Answered
2 years ago
আমার পরামর্শ আপনি আপনার আবেগ সামলান। সে রাজি নয় স্পষ্টভাবে বলেছে। বিরক্ত করলে আত্মীয়স্বজন জানবে আর আপনার ইমেজ খারাপ হবে। তারও মন গলবে না। সবচেয়ে ভালো উপায় এই বিষয়ে চুপ হয়ে যান। সে কখনোই আপনার প্রস্তাব ভুলে যাবে না। তার মনে দুর্বলতা সৃষ্টি হতে দিন। তখন সে নিজে এগিয়ে আসবে। মামাতো বোন যদি আপনাকে শুধুমাত্র ভাই ভেবে থাকে তাহলে কিছু করার নেই।
সবার ভালোবাসা পূর্ণতা পায় না। আর সম্পর্কে গেলেও প্রকৃত ভালোবাসার দেখা পাওয়া যায় না। সুখী হওয়া যায় না।
hafizkhan publisher