আমি আমার ইউটিউব চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি না কেন?

1 Answers   7 K

Answered 3 years ago

আপনি ইউটিউব কে কি শখ হিসেবে বেছে নিয়েছেন নাকি ব্যবসা। যদি শখ হিসেবে বেছে নিয়ে থাকে তাহলে আপনি কোনদিনই এগোতে পারবেন না। কারণ ইউটিউব একটা ব্যবসা। ইউটিউব কোম্পানি থেকে শুরু করে প্রতিটি ইউটিউবার এখানে ব্যবসা করতে আসে এবং প্রফেশনাল ভাবে সেই কাজটা করে থাকে। শখ বা স্পেশাল ভালোলাগা ভালোবাসা এসবের কোন মূল্য ইউটিউবে নেই। লিটল ম্যাগাজিনের গামছা বেঁধে কবিতা লেখা কবিতা নিদারুণ কোন আবেগ এখানে কাজ করে না।

ইউটিউব কোম্পানি তাদেরকেই এগিয়ে নিয়ে যাবে যারা তাকে ব্যবসা দিতে পারবে। ইউটিউব যেসব চ্যানেল থেকে প্রফিট করতে পারবে না তারা খুব শীগ্রই মুছে যাবে ইউটিউব থেকে। তাদেরকে ইউটিউব এমন হতাশার জালে বন্দি করে ফেলবে যে তারা বাধ্য হয়ে বলবে ইউটিউব থেকে টাকা রোজগার করা অবাস্তব কথা। ইউটিউব এর অ্যালগরিদম এমনভাবে তৈরি।

এবার ইউটিউব কে যদি আপনি ব্যবসা হিসেবে গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই পলিসিগত ভাবে কোন ত্রুটি থাকছে। তাই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কি ত্রুটি সেটা আমি চ্যানেল টা না দেখলে বলতে পারছিনা। তবে আমার মন বলছে যে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না। পাড়ার একটা পান বিডি দোকান প্রতিদিন সকাল সন্ধ্যা ধূপধুনো দিয়ে দোকান খোলে। মাস গেলে তার কত টাকা আয় হয়? বড়জোর 10000 টাকা। সেখানে একটা ইউটিউব চ্যানেল থেকে মাসে কয়েক লাখ টাকা রোজগার করা যায়। লোকের মুখের কথা নয় আমি ডিজে এর প্রমাণ।

আপনি কি প্রতিদিন আপনার ইউটিউব চ্যানেলটি খুলে তাতে আপলোড করেন?

আমি আপনার চ্যানেল দেখিনি তাই এর বেশি কিছু মন্তব্য করতে পারছিনা। চ্যানেল টা দেখার পর হয়তো একটা পালক ব্লু প্রিন্ট তৈরি করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে

Khalid Bin Walad
khalidbinwalad
117 Points

Popular Questions