আমি আপনাকে এক বছরের জন্য ২০ লাখ টাকা ধার দিলে সেই টাকা দিয়ে আপনি কী করবেন?

1 Answers   3.4 K

Answered 3 years ago

মনে করে নিলাম আপনি আমাকে ২০ লক্ষ টাকাই দিলেন,

আলহামদুলিল্লাহ আমি ২০ লক্ষ টাকার মালিক এখন সেটা আপনাকে ১ বছর পরে দিতে হবে৷

এই টাকা ব্যয় করে আমি মোটামুটি একটি ভালো কসমেটিকস এর দোকান কিংবা যেকোনো ক্ষুদ্র প্রকল্প করতে পারবো, যার মাসিক ইনকাম মিনিমাম ১ লক্ষ হবে সকল খরছ বাদ দিয়ে৷

১ বছরে আয় হবে ১২ লক্ষ বাকী থাকবে ৮ লক্ষ

এই ৮ লক্ষ টাকা যেকোনো একটা ইসলামিক ব্যাংক থেকে ধার নিবো শরীয়াহ মোতাবেক, অথবা আত্নীয় দের কাছ থেকে ধার নিবো অল্প অল্প করে কারন কথায় আছে তৈল দেওয়া মাথায় সবাই তৈল দেয় যখন আমি একটি প্রকল্পের মালিক তখন অনেক আত্নীয় ই সাহায্য করবে কিন্তু শূন্য পকেটে সবাই দূরে থাকবে৷

আর ব্যাংক এর টাকা ধীরে ধীরে সোদ করে দিবো এভাবে ২ বছরে ইনশাআল্লাহ আপনার দেওয়া টাকা আমার মূলধন বলে বিবেচিত হবে৷ধন্যবাদ টাকা দেওয়ার জন্য

Asban Khan
asbankhan
357 Points

Popular Questions