আমি অনেক ভয় পায়, কোন খারাপ পরিস্থিতিতে পড়ার আগে তা নিয়ে ভাবতে ভাবতে হ্রদস্পন্দন অনেক বেড়ে যায়! এর সমাধান কী?
6
0
1 Answers
5.1 K
0
Answered
2 years ago
মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।
আপনি এমন কিছু কি ফেইস করেছেন যার জন্যে ট্রমার মাঝে আছেন? অনেকে ট্রমা ফেইস করে ভীতু হয়ে যায়। অতিরিক্ত টেনশন করে। আবার অনেকে হঠাৎ করেই অনেক ভয় পেতে শুরু করে।
আমার পরামর্শ থাকবে Breathing exercise করবেন। নাক দিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ রেখে মুখ দিয়ে ছাড়া। তখন নিজেকে relax রাখার চেষ্টা করবেন। exercise টির অভ্যাস থাকলে যখন অতিরিক্ত টেনশন কাজ করবে তখন এটি আপনাআপনি ঘটে আপনাকে সাহায্য করবে।
nahemakhatun publisher