Answered 3 years ago
গুগলের গুরুত্বপূর্ণ একটি সার্ভিস হলো keep note। এটি অফলাইনে ই ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার মোবাইলে জিমেইল লগইন করা থাকতে হবে। এখানে যা লিখবেন তাই সেভ হয়ে থাকবে। আপনার মোবাইল যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তবুও আপনি আপনার লেখাগুলো ফিরে পাবেন। এজন্য keep note এ যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা আছে অন্য মোবাইলে সেই জিমেইল এ লগইন করে keep note ইন্সটল করলেই আপনার লেখাগুলো ফিরে পাবেন।
Jamal Ahsan publisher