আমার "keep notes"-এ প্রচুর ডাটা আছে। বিশেষ করে আমার নিজের লেখা অনেক কবিতা, লেখা ওখানে সেভ করা। যদি কোনোভাবে আমার ফোন হারিয়ে বা চুরি হয়ে যায় তবে এগুলো ফিরে পাওয়ার কি কোনো উপায় আছে?

1 Answers   14 K

Answered 3 years ago

গুগলের গুরুত্বপূর্ণ একটি সার্ভিস হলো keep note। এটি অফলাইনে ‌‌‌ই ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার মোবাইলে জিমেইল লগইন করা থাকতে হবে। এখানে যা লিখবেন তাই সেভ হয়ে থাকবে। আপনার মোবাইল যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তবুও আপনি আপনার লেখাগুলো ফিরে পাবেন। এজন্য keep note এ যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা আছে অন্য মোবাইলে সেই জিমেইল এ লগইন করে keep note ইন্সটল করলেই আপনার লেখাগুলো ফিরে পাবেন।

Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions