আমার স্মার্টফোন চুরি হওয়ায় থানায় হারানোর জিডি করেছি, RAB-এর কাছে কি এই বিষয়ে অভিযোগ করে সাহায্য পেতে পারি?

1 Answers   4.1 K

Answered 3 years ago

জানিনা এই বিষয়ে উত্তর দিতে গিয়ে আটকা পড়বো কিনা, তবে আপনাকে সু-পরামর্শ দিচ্ছি।


আপনি র‍্যাবের কাছে এই ব্যাপারে গেলে ধমক খেয়ে ফিরে আসলেও আমি অবাক হবো না। আপনার ফোন ফিরত পেতে চাইলে যে থানায় জিডি করেছেন, সেখানে খোঁজ নিন, কোন অফিসার এই ব্যাপারে কাজ করছেন। উনার সাথে পারসোনালি দেখা করেন, আশা করি বুঝতে পারছেন। উনাদের হাতে অনেক কেস থাকে, তাই অনেক সময় সবাইকে গুরুত্ব দেয়া সম্ভব হয়না। নিজের ফোন হারায় নি, তবে আমার বন্ধুদের অনেকের হারিয়েছে; এমন ও হয়েছে এক ফোন দুইবার চুরি হয়েছে, একজন অফিসার দুইবারই এই ফোন উদ্ধার করে এনে দিয়েছেন। যদিও প্রত্যেকবার উনাকে কিছু টাকা দিতে হয়েছে। (এটা ঘুষ না, ধরতে পারেন উপহার)


দেখা করলে দেখবেন দ্রুতই একটা সমাধান পাবেন, যদি আপনার ফোন সচল থাকে।


Rohan Ahmed
rohanahmed
524 Points

Popular Questions