Answered 2 years ago
নিকোটিনের ভালোবাসা যে পেয়েছে তার কাছে কোন ভালোবাসারই কোন মূল্য থাকেনা। যেহেতু ভালোবাসার মূল্য নেশাগ্রস্থ লোকটি ভুলে যায় তাই তার শরীরের প্রতিও কোন ভালোবাসা থাকেনা। থাকলে সিগারেট খেয়ে নিজের এত বড় ক্ষতি তিনি করতেন না। যিনি সিগারেট খায় সে কিন্তু জানে এর ক্ষতিকর দিক কিন্তু ছাড়তে পারেনা বা ছাড়েনা। তাই তখন তাকে ফোর্স করতে হয়। জোড় খাটিয়ে বন্ধ করতে পারেন আবার আপনার সন্তান থাকলে তাকে দিয়ে না করাতে পারেন। তবে লক্ষ রাখবেন সংসারটাই না আবার ভেঙ্গে যায়!
nahiyan publisher