Answered 2 years ago
তারপর নাকি অনেকক্ষণ ধরে চটকা-চটকী করে *হু
ভাবী গল্প করছিলো, হেঁজিপেঁজি-নুরজাহান, আলো নিভলে সব সমান *হু
ওরা নাকি সারা রাতে, দুবার-তিনবার করে সঙ্গম করে * হু
কতরকম কায়দা করে, নতুন নতুনভাবে লাগাই * হু
কিন্ত সমস্যা হচ্ছে পোষা কুকুর টমি *হু
টমি রাতে ঘরের মধ্যে পায়খানা করে* হু
তাও ঠিক ছিলো *হু
তো, নান্টু ফকির টমি'কে ছেড়ে রাখা শুরু করলেন *হু
ভাবি দেখলেন, বেঁধে রাখলে টমি ঘরে পায়খানা করে রাখে আর ছেড়ে দিলে রাস্তাঘাটে 'গু' খেয়ে বেড়ায় *হু
তো ভাবি নাকি পেটাতে-পেটাতে টমি'কে বলছিলেন, আর গু খাবি? *হু
আর গু খাবি? *হু
সোনা-মনা আমার *হু
ধরো তুমি নান্টু ফকিরের টমি *হু
আমিও আমার আদরের টমি'কে পেটাচ্ছি আর জিজ্ঞেস করছি, আর গু খাবি? *হু
আর গু খাবি?*হু
তাহলে? তুমি গু খাওয়া ছাড়বে না? কি? উত্তর দাও?*হু
তুমি তাহলে গু খাওয়া ছাড়বে না? *হু
ভালো করে বলো হু মানে হ্যাঁ নাকি না?★হু
আপনার রসিক স্বামী বলতে বাধ্য হবে, গল্পের শুরু থেকে হু করছি তো এখনো আমি 'হু'ই করবো।
এসব কোনো কাজের কথা নয়, আপনি এবং আপনার স্বামী, দুজনে মিলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান দু-তিনটি সিটিং কাউন্সেলিং করলে ঠিক হতে পারে।
পুরুষ মানুষের এরকম স্বভাব থাকে।আমিও একসময় বাড়ির খাবারের থেকে, ষ্টলের খাবার খেতে পছন্দ করতাম।তো মেডিক্যাল কলেজে ডঃ ভারতী বসুর কাছে কাউন্সেলিং করাতে গেছিলাম। উনি একটি নোংরা-পুরোনো ১০০ টাকা এবং একটি নতুন ১০০ টাকা রেখে, আমাকে একটি নোট পছন্দ করতে বললেন।★আমি নতুন১০০ টাকার নোটটি পছন্দ করলাম।
ডাঃ ভারতী বসু, আমাকে প্রশ্ন করলেন, পুরোনো নোটটির দাম কি, নতুন-নোটটির থেকে কম?* আমি বললাম না।দুটোই ১০০ টাকা সুতরাং সমমূল্য।
ডাঃ বসুঃ--এই-তো কি সুন্দর বিবেচনা বোধের পরিচয় দিলেন !! খাদ্য-খাবারের সময়, বিদ্যা-বোধ-বুদ্ধি বিচার-বিশ্লেষণ করে, সিদ্ধান্ত নিতে হবে, বাড়ির নিরাপদ এবং পুষ্টিকর খাবার খেতে হবে !! ★ কি বুঝলেন?
suriyasultana publisher