Answered 2 years ago
যোনি দ্বার এর মাঝে হয়তো টিউমার মত দেখা গিয়েছে।জরায়ুর ভিতরের টিউমার বাইরে দেখা যায় না।বা হয়তো জরায়ুর মুখের একদম বাইরে টিউমার দেখা গেছে যেটা ভিতরে অনুভূত হয় আঙ্গুল ঢুকালে , বা মিলনকালে।আর যৌনসঙ্গম কালীন ব্যথা আছে আপনার কথা অনুসারে।আপনার বিন্দুমাত্র দেরি করলে চলবে না ।শীঘ্রই কোনো স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।তিনি যে পরীক্ষা করতে বলছেন সেগুলো করান।biopsy করতে হবে কিনা সেটা আপনার চিকিৎসক ই বলে দেবেন।বা কোনো surgery লাগলেও তিনি ই বলবেন।আপনার ঘটনা তাকে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসক এর কাছে যাওয়া উচিত।
imonrana publisher