Answered 2 years ago
আপনার এখানে কিছুই করার নেই।একুশ বছর বয়সে সদ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া কারো পক্ষে বাচ্চা নেওয়া টাও একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আর তাও সে সিদ্ধান্ত কেবল আপনার স্ত্রী ই নিতে পারেন,আপনি নন।আপনি যদি অনিরাপদ বোধ করে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে সেটা নিয়ে খোলাখুলি কথা বলুন।সম্পর্কে পারস্পরিক অবিশ্বাস থাকলে সেটার সমাধান বাচ্চা নেওয়া নয়।তাছাড়া আপনার স্ত্রী কেবল গর্ভধারণ করবেন এমনটা নয়,তিনি সে বাচ্চাটাকে জন্ম দেবেন এবং আপনার অনুপস্থিতিতে তার প্রতিপালন ও করবেন।এটা অনেক বড় একটা দায়িত্ব,কারো যদি এই দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে তার উপর জোর করে সেটা চাপিয়ে দেওয়াটা আত্মঘাতী হবে।
riyazul.islam publisher