Answered 2 years ago
আমার ধারনা পারবেন। কিছু ব্যাঙ্কে একাউন্ট খুললে ফ্রি ডেবিট কার্ড দিয়ে দেয়। ক্ষেত্রবিশেষে ক্রেডিট কার্ডও দেয়।
তবে ক্রেডিট কার্ড হচ্ছে ধার বা ক্রেডিট নেওয়ার জন্য। আপনার একাউন্টে টাকা না থাকলেও এটা থেকে টাকা নিতে পারবেন। সাধারণত প্রতি মাসে এটা সমন্বয় করা হয়। বেতন বড় কথা না, ব্যাঙ্ক যদি আপনাকে trustworthy মনে করে তো দেবে।
যাহোক বহু ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রহণযোগ্যতা এক।
husnearahimu publisher