Answered 3 years ago
দেখুন মানুষ কে শূন্য থেকে ১০০ ঘরে যেতে হয়। ব্যাবসা টা সত্যি খুব লাকি এটা ধরতে অনেক পরিশ্রম করে আস্তে হয় , আপনি কি জানেন আপনি কোন ব্যবসা করে কোটি টাকার মালিক হবেন? আপনাকে চেষ্টা করতে হবে (Try and try) আপনাকে ছোট ২টি উদাহরন দেই বর্তমানে বেশ জনপ্রিয় রাইডার ( পাঠাও) এটির মালিক কে জানেন তো ? আগে তার ব্যাকসাইট দেখে আসেন সে কি করেছে তার বয়স কত। তার বিষয়ে লিখতে গেলে আমাকে খুজে পাওয়া যাবে না । সে তার জীবনে ৪টি ব্যবসা করেছে সফল হতে পারে নেই , চাকুরী করেছে ভালো আয় করতে পারে নেই , সেতার অপশনাল ব্যবসা হিসাবে নিয়েছে এই পাঠাও কে , আজকে সে কথায়? আসুন এইবার Daffodil এর মালিক এর কাছে ( mr,Sabur khan) আপনি এই মানুশ কে কেমন জানেন বা তাকে চিনেন কিনা আমি জানিনা আমার খুব পছন্দের একজন মানুষ আমি তার ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলাম । সে এক সময় ঢাকা নিউ মার্কেট এ কম্পিউটের বিভিন্ন পাস বিক্রি করতো , এক নামে সবাই তাকে চিন্তো সে আজ কথায়? আপনার কাছে তো একটি কম্পুইউটার প্রিন্টার হলে ও আছে তাদের কাছে কি ছিলো ? সো আপনাকে আল্লাহর উপর ভরসা করে শুরু করে দিতে পারেন ,
কি ভাবে শুরু করবেন?
আমি যেহেতু ব্যবসা করি নেই আপনাকে এই বিষয়ে উপ্সথাপ্ন ও দিতে যাবো না । তবে কিছুটা ব্যাসিক আইডিয়া আপনাকে দিতে পারি কারন আমি অনলাইনে বিভন্ন মার্কেটিং দুনিয়া জানার চেষ্টা করি বর্তমানে অফ্লাইন বিজনেস থেকে অনলাইন বিজনেস বেশ পপুলার।
আপনি শুরু করার আগে আপনার এরিয়া টা যাচাই করুন সেখান কার মানুষের জলচল কেমন , মানুষ গুলো কেমন , সেখানকার মাতব্বর কে তারা কেমন । আগেই এইসব বিষয় গুলো খেয়াল করুন ।
তারপর আপনি যা করবেন তা হচ্ছে ব্যাবসা টি ছোট হলেও মানুষ্কে বড় করে দেখতে হবে এবং মানুষ্কে বুঝাতে হবে আপনি ছোট হলেও আপনার দক্ষতা ছোট না এবং আপনি মানুষ্টি ও ছোট না ।
অনলাইনে অনেক গুলো কাজ দিয়ে শুরু করতে পারেন ,যেমন: Online Register Form, Data Entry, Exam Result, আরো অনেক কিছু আছে । এর পাশাপাশি আপনি ইউনিক কিছু প্রডাক্ট রাখলেন যে গুল আপনার ব্যবসার সাথে যায়। প্রথম কয়েক মাস এইসব দিয়ে থাকুন তারপর আপনি ই বুঝে যাবেন আপনার ব্যবসার মোড় কোন দিকে নিচ্ছে। এবং এর ভিতর আরো মানুষের সাথে পরিচিত হয়ে নিন ,
popykhatun publisher