Answered 3 years ago
নিতান্ত অস্বাভাবিক নয়। ল্যাপটপের পাওয়ার সাপ্লাই ল্যাপটপের বাইরে থাকে, যাকে সাধারণতঃ "পাওয়ার ব্রিক" বলা হয়। এই "পাওয়ার ব্রিক" টির গঠনের উপর নির্ভর করে এর থেকে বের হওয়া বিদ্যুতের মান। মান বলতে এখানে ভোল্টেজ বোঝাচ্ছি না কিন্তু। এই পাওয়ার ব্রিক থেকে বের হওয়া বিদ্যুত কম ভোল্টেজের ডিসি হলেও এর গঠন ঠিক করে এই ডিসিতে কিছু এসি মিশে আছে কি না। এই মিশে থাকা এসি ল্যাপটপের কাজকে কোন ভাবে ব্যাহত না করলেও তার কাছাকাছি থাকা পরিবাহীর মধ্যে সামান্য এডি কারেন্ট (eddy current) তৈরি করে। এ ক্ষেত্রে ল্যাপটপের এ্যালুমিনিয়াম বডিতে সেই এডি কারেন্ট সঞ্চারিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। একটি মাল্টিমিটার ব্যবহার করে বাড়ির আর্থ লাইনের সাপেক্ষে এই ভোল্টেজ মস্পা যেতে পারে। এই ভোল্টেজ ২০ থেকে ৪০ ভোল্ট এর বেশি হবে না, কারণ আপনি তা অনুভব করতে পারছেন, কিন্তু শক্ পাচ্ছেন না। এতে ক্ষতির কিছু নেই, এ্যালুমিনিয়াম বডির ল্যাপটপে এমন হামেশাই হয়ে থাকে, আমার প্রথম ল্যাপটপ (মার্কারি জি ৩২০, বর্তমানে মৃত) এও এমনটা হত। এতে চিন্তার কিছুই নেই।
khanrabby publisher