আমার মোবাইল চার্জে দিলে অন অফ হয় চার্জ হয় না আবার কোনো সময় হয় কিছুটা হয়ে আবার আটকে যায়। আমি আমার চার্জার চেক করেছি সেটা টিক আছে?

1 Answers   10.3 K

Answered 3 years ago

আপনি হয়ত সঠিক নিয়ম মেনে আপনার ফোনটিকে কোনোদিন চার্জ করেননি তাই এমন সমস্যা হয়েছে।

আপনার যেহেতু চার্জার ঠিক আছে। আপনার ফোনটির চার্জার পোর্টটি নষ্ট হয়ে গিয়েছে। চার্জার পোর্ট পরিবর্তন করেদিন আশা করি ঠিক হয়ে যাবে।

পরবর্তিতে যেন এমন সমস্যার মধ্যে পড়তে না হয় তাই দেখেনিন কিভাবে মোবাইল চার্জ করলে ব্যাটারি ও চার্জার সমস্ত কিছুই ভালো থাকে।

Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions