আমার মেয়ে প্রাপ্তি, বয়স ১০ বছর ও ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে দেয়। এর কি কোনো প্রতিকার আছে?

1 Answers   14.1 K

Answered 2 years ago

ঘুমের মধ্যে যদি মূত্রথলি পেশাবে অতি পরিপূর্ণ থাকে এবং ব্যক্তি গভীর ঘুমে নিমজ্জিত থেকে পেশাবের চাপ টের না পায় তখন মূত্রথলিকে রিল্যাক্স করার জন্য মানুষের ব্রেইন ব্যক্তিকে এমন স্বপ্ন দেখায়, যেন সে কোথাও তৃপ্তি সহকারে মূত্র ত্যাগ করছে। ফলস্বরূপ ব্যক্তি বিছানায় পেশাব করে দেয়। এমতাবস্থায় কখনো কখনো ব্যক্তি টের পেয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে এবং বুঝতে পারে কাপড় কিছুটা ভিজে গেছে। এটা শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আবার কখনো মূত্রনালীর অতি সংবেদনশীলতার কারণে এরূপ ঘটে। যাদের এমন সমস্যা আছে, তারা ঘুমাতে যাওয়ার ৪ ঘন্টা আগে থেকে জলপান শেষ করে নিবেন। পেশাব করে তারপর ঘুমাবেন। বালিশের পাশে ছোট্ট জলের বোতল রাখবেন। পিপাসা পেলে এক কাপ পরিমাণ পান করতে পারেন। আর হ্যা..শরীরে কৃমি থাকলে ও এমন হয়ে থাকে। তাই কৃমির ঔষধ পরিবারের সকলে মিলে ডাক্তারের পরামর্শ মত খেয়ে নিবেন।

Rani
rani
369 Points

Popular Questions