আমার মায়ের বয়স ৪৩। বাবা নেই। সম্প্রতি মা একজনকে পছন্দ করেছে। বলা যায় একটা সম্পর্কে জড়িয়েছেন, তাকে বিয়েও করতে চান। লোকটি একজন হিন্দু। এই ব্যাপারে আমার কি করা উচিত?

1 Answers   2.6 K

Answered 2 years ago

আপনার বয়স কত? আপনার পরিবারে, বাবা নেই কিন্তু মা যদি নতুন করে বিয়ে করেন, তাহলে আপনার পাশে কেউ থাকবেন? অর্থাৎ আপনি কি বিবাহিত? মা'কে ছেড়ে আপনি ভালো থাকবেন তো?

"লোকটি একজন হিন্দু !!" লোকটি নিয়ে টানাটানি করতে পারেন কারণ এটি আপনার সামাজিক সমস্যা কিন্তু ধর্ম নিয়ে টানাটানি করছেন কেনো? মা'কে ছেড়ে থাকতে, আপনার যদি অসুবিধা না হয়, তাহলে আপনি উদ্যোগ নিয়ে, আপনার মায়ের বিয়ে দিতেই পারেন তাহলে কিন্তু সবাই আপনাকে ধন্য ধন্য করবে। ★আপনি উদ্যোগ নিয়ে আপনার মায়ের বিয়ে দিলে, আপনি রাতারাতি সেলিব্রেটি হয়ে যাবেন,এমন প্রচার গড়পড়তা সাধারণ মানুষের কপালে সচরাচর জোটে না।

আপনার শুভবুদ্ধির উদয় হোক,শুভেচ্ছা রইলো।মা আপনার জন্য অনেক করেছেন, আপনিও মায়ের ভালোর জন্য ,মাতৃ-ঋণ শোধ করতেই পারেন।

Ripon Ahmed
riponahmed
311 Points

Popular Questions