আমার মাথায় শুধু খারাপ চিন্তা, খারাপ গালি আসে, আর অদ্ভুতকিছু ঘোর পাক খায়। এগুলো থেকে মুক্ত থাকার উপায় কী?

1 Answers   9.1 K

Answered 2 years ago

জানিনা খারাপ চিন্তা বলতে কি বোঝাচ্ছেন ! অনেক ডাক্তারের ক্লিনিকে লেখা থাকে চিকিৎসকের কাজ চিকিৎসা করা, রোগ মুক্তির মালিক আল্লাহ্আ পনার সমস্যাটা যেহেতু চিন্তার সাথে রিলেটেড আমি একটা ভালো উপায় বলি যা খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ । নিয়মিত নামাজ পড়েন, নিজেকে কোন সমাজসেবা বা সৃজনশীল কাজে লাগিয়ে রাখুন । আশাকরি মনোভাব পরিবর্তন হবে ইনশা আল্লাহ্


Rion Ahmed
violet.robel387
237 Points

Popular Questions