আমার বয়স ২৯ এবং আমি বিবাহিত। আমার পক্ষে কি দুই বিয়ে করা সম্ভব?

1 Answers   9.2 K

Answered 2 years ago

ঘরের খাবারে যদি পেট না ভরে তখন বাহিরে খাবার খোজ করে। একজন মুসলিম পুরুষ শর্তস্বাপেক্ষে ২, ৩, ৪টি পর্যন্ত বিয়ে করার অনুমতি আছে।কিন্তু এর জন্য বেশী ছোঁয়াব অথবা বেশী সুবিধা পাবেন না। আর যদি সকলের সাথে সুবিচার না করতে পারেন তাহলে শুধমাত্র ১ টি বিয়ে করার অনুমতি আছে। এই ধর্মে বিয়ে করার সংখ্যা উল্লেখ আছে কিন্তু অন্য কোন ধর্মে বিয়ে করার সংখ্যা উল্লেখ নাই। সূরা আন্ নিসা আয়াত সংখ্যা ৩, আসমানি কিতাবে উল্লেখ আছে। ই

Rofik Ahmed
rofiqahmed
301 Points

Popular Questions