Answered 3 years ago
সাধারণত ব্লগ পোস্ট রেঙ্ক করে কীওয়ার্ড এর ওপর তাই আপনাকে আপনার ব্লগ পোস্টে ব্যাবহৃত কীওয়ার্ড রেঙ্কিং পজিশন জানতে হবে।
অর্থাৎ নির্দিষ্ট কোনো কীওয়ার্ড এর জন্য আপনার ব্লগ পোস্ট গুগলের কোন পসিশনের মধ্যে রেঙ্ক করছে তা যদি আপনি জানতে চান,
তা আপনি Google Search Concole থেকে >> Peformance >> Avarage Position এর মধ্যে থেকে দেখতে পারেন।
এছাড়াও আপনার যদি বাংলা ব্লগ সাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি গুগলে নির্দিষ্ট কীওয়ার্ড সার্চ করে দেখতে পারেন যে, সেই কীওয়ার্ড এর জন্য আপনার পোস্ট কোন জায়গায় রেঙ্ক করছে।
বাংলা ব্লগ বলার কারণ হল বাংলাতে সার্চ রেজাল্ট অনেক কম, তাই সহজে খুঁজে পেয়ে যাবেন যে আপনার ব্লগ পোস্ট কোন জায়গায় বা পসিশনে রেঙ্ক করছে।
তবে অবশ্যই গুগল Search settings থেকে Results per page ১০ থেকে ১০০ তে করে নেবেন।
** আপনি যদি ব্লগিং সংক্রান্ত অন্যান বিষয়ে জানতে চান এবং এই বিষয় পূর্ণাঙ্গ আর্টিকেল চান তাহলে আমার ব্লগ সাইটটি লক্ষ রাখতে পারেন।
Techno Bong
🎁 আপডেট #১: অ্যাভারেজ পসিশন বিষয়টি কিভাবে বুঝবেন?
উঃ) দেখুন অ্যাভারেজ পসিশন বলতে আপনার সমস্ত আর্টিকেল গুলি রেঙ্কিংয়ের একটি গড় পসিশন বোঝানো হচ্ছে আশা করি সেটাতো বুছতেই পেরেছেন।
এখন যদি ছোট একটি উদাহরণ দিই যেরকম, যদি অ্যাভারেজ পসিশন ১-৫ এর মধ্যে হয় তাহলে আপনার আর্টিকেল গুলি গুগল সার্চের প্রথম পেজেই রেঙ্ক করছে।
অর্থাৎ যত কম হবে সার্চ রেজাল্টের প্রথম দিকে আর্টিকেল গুলি থাকবে আর যত বেশি হবে সার্চ রেজাল্টের পেছনে বা রেঙ্কিং পসিশন দূরে হবে।
**বিষয়টি আরো ভালো ভাবে বোঝানোর জন্য আমি নিজের ওয়েবসাইট থেকেই একটি কীওয়ার্ড বা সার্চ Querie "ফ্রি কল করার সফটওয়ার 2020" টিকে নিচ্ছি।
যা এখন গুগল সার্চ কনসোল এর মধ্যে ৯.৬ অ্যাভারেজ পসিশনে আছে এখন আপনি "ফ্রি কল করার সফটওয়ার 2020" সার্চ করে দেখুন,
দেখবেন গুগল সার্চ রেজাল্টের প্রথম পেজের নবম স্থানে আমার আর্টিকেল পাবেন যা এই কীওয়ার্ড এর ওপর রেঙ্ক করছে।
আশা করছি বিষয়টি এবার একটি পরিষ্কার ভাবে বুছতে পারবেন, তবুও যদি কোন প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন।
আর আমি পরামর্শ দেবো আমার ব্লগ সাইটটি সাবস্ক্রাইব করে নেওয়ার, কারণ এই সংক্রান্ত একটি আর্টিকেল খুব শিগ্রহই পাবলিশ করবো।
tariktarik.2022 publisher